আটককৃত শিক্ষকরা হলেন, মো. রাকিব, মো. মোশাররফ হোসেন, সাইদুল ইসলাম, নাজমুল হক ও ইমরান।
৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব-উল-আহসানের নেতৃত্বে ভ্রাম্যাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ সঙ্গে নিয়ে উপজেলার কালিবাড়ি বাজার থেকে ৫ শিক্ষককে আটক করেন। আটককৃত শিক্ষকরা কোচিং সেন্টার পরিচালনা করে আসছিলেন। এ সময় সৃষ্টি কোচিং সেন্টার নামে একটি সেন্টার প্রশাসনের পক্ষ থেকে সিলগালা করে দেয়া হয়।
মুক্তাগাছা থানার ওসি আলী আহমেদ মোল্লা জনান, অবৈধ কোচিং সেন্টার পরিচালনার অপরাধে ৫ জনকে আটক করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে থানায় পাঠিয়েছেন।